দশ টাকার অ্যাকাউন্ট খুলতেও কৃষকদের গুনতে হয় ঘুষ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না খুলনার দাপোকের কৃষকরা। সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সুযোগ দেয়ার সরাসরি নির্দেশ সত্ত্বেও খুলনার দাকোপের কিছু গ্রামে তা মানা হচ্ছে না। অভিযোগ পাওয়া গেছে যে, ব্যাংক কর্মকর্তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কমপক্ষে ১ হাজার টাকা হিসাবে রাখতে বাধ্য করছেন। পাশাপাশি ঘুষ হিসেবে টাকা দাবি করছেন কৃষকদের কাছে। কর্মখোলা ইউনিয়নের কৃষক মাখন মণ্ডল বলেন, আমরা জানি যে কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সরকার সুযোগ করে দিয়েছে। কিন্তু সোনালী ব্যাংকের কাওলা ব্রাঞ্চে আমরা সে সুযোগ পাচ্ছি না।


তিনি বলেন, আমাদের কাছ থেকে অ্যাকাউন্টে আমানত হিসেবে রাখার জন্য ১ হাজার টাকা দাবি করছে। তার সঙ্গে অতিরিক্ত ১শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত টাকা চাওয়া হচ্ছে, যার বিপরীতে কোনো রিসিট দেয়া হচ্ছে না। মাখন আরও জানান, মোটামুটি সাড়ে ৮শ’ জনের মতো কৃষককে অ্যাকাউন্ট খুলতে অতিরিক্ত টাকা দিতে হয়েছে। সোনালী ব্যাংকের কাওলা শাখার ব্যবস্থাপক এম ইব্রাহিম হোসাইন অতিরিক্ত টাকা গ্রহণের বিষয়টিকে অস্বীকার করে বাংলাদেশ ব্যাংকের ১০ টাকায় হিসাব খোলা সংক্রান্ত সার্কুলার তখনও পাননি বলে উল্লেখ করেন। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে, যদি সত্য প্রমাণিত হয় তবে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হবে। কারণ, কৃষকদের জন্য ১০ টাকায় অ্যাকাউন্ট খোলার বিষয়টি বাংলাদেশ ব্যাংক ব্যাপক প্রচার চালিয়েছে।

No comments

Powered by Blogger.