ডিআরএস আর বাধ্যতামূলক নয়

ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের মুখে আরো একবার নতি স্বীকার করতে হলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসিকে। গত জুনে আইসিসির বার্ষিক সভায় আম্পায়ারদের ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস সব আন্তর্জাতিক সিরিজের জন্য বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা এখন আর কার্যকর নেই বলে জানিয়েছে আইসিসি। ভারতের আপত্তির কারণেই ডিআরএস বাধ্যতামূলক করতে পারছিল না আইসিসি, গত জুনে ভারত এতে সম্মতি দিলেও সম্প্রতি আবার এ ব্যাপারে আপত্তি জানিয়েছে তারা।


গত পরশু দুবাইতে আইসিসির নির্বাহী বোর্ডসভায় তাই সিদ্ধান্ত হয়েছে আগের মতোই প্রতিদ্বন্দ্বী দলগুলোর সম্মতির ভিত্তিতে ঠিক হবে কোনো সিরিজে ডিআরএস ব্যবহার করা হবে কি না। সে সঙ্গে ২০১৫ বিশ্বকাপের বাছাই পর্বের নিয়ম-কানুনও ঠিক করা হয়েছে এ সভায়।
গত জুনে হংকংয়ে অনুষ্ঠিত সভায় ঠিক হয়েছিল, সম্প্রচার সুবিধা থাকলে ডিআরএসের হটস্পট প্রযুক্তির ব্যবহার সব সিরিজের জন্য বাধ্যতামূলক করার, বল ট্র্যাকিং প্রযুক্তির ব্যবহার হবে কি না তা নির্ধারণের ভার ছেড়ে দেওয়া হয়েছিল দুই দলের সম্মতির ওপর। তবে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত এখন বলছেন, 'যদিও ডিআরএস আম্পায়ারদের ভুল প্রায় পাঁচ শতাংশ কমিয়ে আনতে এবং যেকোনো বড় ধরনের ভুল সংশোধন করতে সক্ষম, কিন্তু কেউ কেউ এর কার্যকারিতা সম্পর্কে এখনো নিশ্চিত নন। আমরা আগ্রহী সব পক্ষের সঙ্গে এ প্রযুক্তির উন্নয়নে কাজ করে যাব, আর সে সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলগুলোর সম্মতিসাপেক্ষে এটা ব্যবহার করতে দেওয়া হবে।'
জুনের ওই সভাতেই ঠিক হয়েছিল ২০১৫ বিশ্বকাপে খেলবে ১৪টি দল। তার মধ্যে বর্তমানে টেস্ট খেলুড়ে ১০টি দল খেলবে সরাসরি। বাকি চারটি সহযোগী সদস্য দেশ কিভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যাওয়ার টিকিট পাবে, তার বিস্তারিত নির্ধারিত হয়েছে এ সভায়। ঠিক হয়েছে, আইসিসির সহযোগী সদস্যদের নিয়ে চলমান ইন্টারকন্টিনেন্টাল কাপ ওয়ানডে টুর্নামেন্টের শীর্ষ দুটি দল সরাসরি যোগ দেবে টেস্ট খেলুড়ে ১০ দলের সঙ্গে। আট দলের এ টুর্নামেন্ট শেষ হবে ২০১৩ সালে। বাকি ৬ দলের সঙ্গে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ থেকে আসা চারটি দল খেলবে ১০ দলের এক বাছাই পর্ব, যেখান থেকে দুটি দল উঠবে চূড়ান্ত পর্বে। ওয়ার্ল্ড ক্রিকেট লিগের ডিভিশন টু-এ তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দুটি দল আর ডিভিশন থ্রির শীর্ষ দুটি দল যোগ দেবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ৬ দলের সঙ্গে। উল্লেখ্য, ডিভিশন টু'র শীর্ষ দুটি দল ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলার সুযোগ পায়। ক্রিকইনফো

No comments

Powered by Blogger.