যুক্তরাজ্য-সৌদি ঘুষ কেলেঙ্কারির ঘটনা ফাঁস

ব্রিটেনের একটি সামরিক কোম্পানি সৌদি আরবের রাজপরিবারকে কয়েক মিলিয়ন পাউন্ড ঘুষ দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, ব্রিটিশ সরকার সে বিষয়ে তদন্ত করতে অনীহা দেখাচ্ছে। মারাত্মক জালিয়াতি বা দুর্নীতি তদন্ত সংক্রান্ত সংস্থা এসএফও জানিয়েছে, ব্রিটেনের ওই কোম্পানি সুইজারল্যান্ডে সৌদি রাজপরিবারের একজন সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে কয়েক মিলিয়ন পাউন্ড পাঠিয়েছে। ‘ইএডিএস’ কোম্পানির ব্রিটিশ শাখা ‘জিপিটি’ ২০০ কোটি পাউন্ড মূল্যের একটি চুক্তির ব্যাপারে ব্রিটিশ প্রতিরক্ষা দফতরের অনুমতি নিশ্চিত করার জন্য কয়েক মিলিয়ন পাউন্ডের ওই ঘুষ প্রদান করে।


ওই চুক্তি অনুযায়ী জিপিটিকে সৌদি আরবের রাজকীয় প্রাসাদগুলোর এবং জাতীয় রাজকীয় বাহিনীর যোগাযোগ ও সাইবার যুদ্ধের সামগ্রীগুলোর আধুনিকায়ন করতে বলা হয়। সৌদি রাজকীয় বাহিনী গত মে মাসে বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের বিরোধী প্রতিবাদীদের দমনে মানামা সরকারকে সহায়তা দিয়েছে। এক অনুসন্ধানী সংবাদ সূত্র জানিয়েছে, ব্রিটেনের ওই কোম্পানি সুইজারল্যান্ডে সৌদি রাজপরিবারের একজন সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে ১১ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড পাঠিয়েছে। ২০০৭ সালে তত্কালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের চাপের মুখে ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল লর্ড গোল্ডস্মিথ অস্ত্র কোম্পানি ‘বিএই’র বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ খারিজ করে দেয়। এই কোম্পানি রিয়াদের কাছে ৪০০০ কোটি ডলার মূল্যের জঙ্গি বিমান বিক্রি নিশ্চিত করতে সৌদি আরবের তত্কালীন বিমান বাহিনীর প্রধান প্রিন্স টার্কি বিন নাসেরকেও ঘুষ দিয়েছিল।

No comments

Powered by Blogger.