আটকে পড়া জাহাজ থেকে তেল সরানোর কাজ শুরু
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে প্লেনটি উপসাগরে আটকে পড়া তেলবাহী কনটেইনার জাহাজ থেকে নিঃসৃত তেল অপসারণের কাজ গতকাল সোমবার শুরু হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ম্যারিটাইম নিউজিল্যান্ড (এমএনজেড) বলেছে, মাউন্ট মনগানুই সৈকতে তেলের আস্তরণের উপস্থিতি পাওয়া গেছে। গত বুধবার একটি শৈলশ্রেণীর সঙ্গে রেনা নামে ওই কনটেইনারবাহী জাহাজের ধাক্কা লাগার পর সেখানে এটি আটকে পড়ে। মাউন্ট মনগানুই সৈকত পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় স্থান।
আটকে পড়া জাহাজ থেকে নিঃসৃত তেল উপকূলের তিন মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। আলকাতরার মতো দেখতে এ তেলে পেট্রোলের মতো গন্ধ পাওয়া গেছে।
এরই মধ্যে আটকে পড়া জাহাজের তেল অপসারণ করতে দুর্ঘটনাস্থলে একটি ট্যাংকার পৌঁছেছে। তবে মাত্র ২০ টন তেল অপসারণ করার পর প্রচণ্ড বাতাসের কারণে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ সপ্তাহের শেষ দিকে আবহাওয়া আরও খারাপ হতে পারে মর্মে পূর্বাভাস পাওয়ার পর এমএনজেড বলেছে, যত দ্রুত সম্ভব তেলের অপসারণ কাজ শেষ করতে হবে।
এমএনজেড আরও বলেছে, আটকে পড়া জাহাজ থেকে ছড়িয়ে পড়া তেল আগামী দিনগুলোতে আরও সৈকত দূষিত করতে পারে।
কর্মকর্তারা দূষণে আক্রান্ত সৈকতগুলো বন্ধ করে দিয়েছেন এবং মানুষকে তেলের আস্তরণ এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছেন।
ম্যারিটাইম নিউজিল্যান্ড (এমএনজেড) বলেছে, মাউন্ট মনগানুই সৈকতে তেলের আস্তরণের উপস্থিতি পাওয়া গেছে। গত বুধবার একটি শৈলশ্রেণীর সঙ্গে রেনা নামে ওই কনটেইনারবাহী জাহাজের ধাক্কা লাগার পর সেখানে এটি আটকে পড়ে। মাউন্ট মনগানুই সৈকত পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় স্থান।
আটকে পড়া জাহাজ থেকে নিঃসৃত তেল উপকূলের তিন মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। আলকাতরার মতো দেখতে এ তেলে পেট্রোলের মতো গন্ধ পাওয়া গেছে।
এরই মধ্যে আটকে পড়া জাহাজের তেল অপসারণ করতে দুর্ঘটনাস্থলে একটি ট্যাংকার পৌঁছেছে। তবে মাত্র ২০ টন তেল অপসারণ করার পর প্রচণ্ড বাতাসের কারণে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ সপ্তাহের শেষ দিকে আবহাওয়া আরও খারাপ হতে পারে মর্মে পূর্বাভাস পাওয়ার পর এমএনজেড বলেছে, যত দ্রুত সম্ভব তেলের অপসারণ কাজ শেষ করতে হবে।
এমএনজেড আরও বলেছে, আটকে পড়া জাহাজ থেকে ছড়িয়ে পড়া তেল আগামী দিনগুলোতে আরও সৈকত দূষিত করতে পারে।
কর্মকর্তারা দূষণে আক্রান্ত সৈকতগুলো বন্ধ করে দিয়েছেন এবং মানুষকে তেলের আস্তরণ এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছেন।
No comments