আইনুদ্দিন-কামাল কি মায়ের কোলে ফিরতে পারবে? by ফখরে আলম,
মাগো ও মা'! বন্দি কারাগারে বসে আক্ষেপভরা কণ্ঠে এই ডাক ডাকে আইনুদ্দিন ও কামাল। দীর্ঘ ৯ বছর ধরে তারা মায়ের কোলহারা। ভারত থেকে চলে আসা এই দুই ভাই বর্তমানে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি জীবনযাপন করছে। মায়ের কাছে ফিরে যেতে তাদের আর্তচিৎকার গারদের ফটক ডিঙিয়ে মিলিয়ে যায়। তবু রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে পেঁৗছায় না। বিনা অপরাধে বন্দি ভারতীয় এই দুই শিশুকে আজ পর্যন্ত কেউই তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। শিশু দুটির আকুল আবেদন, তারা তাদের মায়ের কাছে ভারতে ফিরে যেতে চায়।
কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা জানান, আইনুদ্দিন ও কামালের বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বশিরহাট থানার ধান্যকুড়িয়া গ্রামে। তাদের মায়ের নাম সাবিনা খাতুন। বাবা মঈনুদ্দিন গাজী। ২০০২ সালের ২০ আগস্ট ছয় বছরের আইনুদ্দিন ও পাঁচ বছরের কামাল বাড়ি থেকে বের হয়ে সীমান্ত ডিঙিয়ে বেনাপোলে চলে আসে। সে সময়কার বিডিআর বর্তমানে (বিজিবি) তাদের আটক করে আদালতে সোপর্দ করে। এরপর জাতীয় মহিলা আইনজীবী সমিতি আইনুদ্দিন ও কামালকে নিরাপত্তা হেফাজতে নেয়। এই সংগঠনের কাছে তারা পাঁচ বছর ছিল। এরপর তাদের ২০০৭ সালের ২৬ জুন যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে হস্তান্তর করা হয়। তারপর থেকেই ওরা এখানে বন্দি জীবনযাপন করছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কয়েক দফা তাদের নাম-ঠিকানা লিখে নিয়ে গেছে, কিন্তু তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি।
আইনুদ্দিন আক্ষেপ করে বলে, 'মায়ের মুখ পরিষ্কার মনে আছে। আমাদের গ্রামে পেঁৗছে দিলে আমরা ঠিকই বাড়ি যেতে পারব।' অশ্রুশিক্ত কামাল বলে, 'মাকে কত দিন দেখি না। আমরা মায়ের কাছে যেতে চাই। মাকে সব সময়ই মনে পড়ে।'
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেন্দ্রের তত্ত্বাবধায়ক রেজাউল হক বলেন, 'এই দুই শিশুকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য আমি দুই দফা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। কিন্তু চিঠির কোনো উত্তর পাইনি। কাজেই ওদের ভারতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি।'
জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেন, 'ওই দুই শিশুকে নিয়ে আমরা কাজ করছি। ভারতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে শিশু দুটিকে তাদের মা-বাবার কাছে ফেরত দিতে পারব বলে আশা করছি।'
আইনুদ্দিন আক্ষেপ করে বলে, 'মায়ের মুখ পরিষ্কার মনে আছে। আমাদের গ্রামে পেঁৗছে দিলে আমরা ঠিকই বাড়ি যেতে পারব।' অশ্রুশিক্ত কামাল বলে, 'মাকে কত দিন দেখি না। আমরা মায়ের কাছে যেতে চাই। মাকে সব সময়ই মনে পড়ে।'
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেন্দ্রের তত্ত্বাবধায়ক রেজাউল হক বলেন, 'এই দুই শিশুকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য আমি দুই দফা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। কিন্তু চিঠির কোনো উত্তর পাইনি। কাজেই ওদের ভারতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি।'
জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেন, 'ওই দুই শিশুকে নিয়ে আমরা কাজ করছি। ভারতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে শিশু দুটিকে তাদের মা-বাবার কাছে ফেরত দিতে পারব বলে আশা করছি।'
No comments