নারীদের আনন্দ মিছিলে হামলা, আহত ৪০
নারীকর্মী তাওয়াক্কুল কারমানের নোবেল পুরস্কার পাওয়ার আনন্দে গত রোববার ইয়েমেনের তায়েজ শহরে নারীদের বের করা একটি মিছিলে সরকার-সমর্থকেরা হামলা চালিয়েছে। হামলায় ৪০ জন নারী আহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
গত রোববার সন্ধ্যায় তায়েজ শহরে শান্তিতে নোবেলজয়ী কারমানের সমর্থনে ইয়েমেনের মহিলারা আনন্দ মিছিল বের করেন। এ সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই মিছিলের একজন আয়োজক বলেন, ‘হামলার সময় সরকারি গুন্ডারা আমাদের ওপর খালি বোতল ও পাথর ছুড়ে মেরেছে।’
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে কয়েক মাসের শান্তিপূর্ণ বিক্ষোভে অবদান রাখার জন্য নরওয়ের নোবেল কমিটি কারমানকে এ বছর শান্তি পুরস্কারে ভূষিত করে। লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ ও একই দেশের সমাজকর্মী লেমাহ বোয়িইর সঙ্গে যৌথভাবে কারমান এ পুরস্কার পান। কারমান প্রথম আরব মহিলা হিসেবে সর্বোচ্চ এই সম্মানে ভূষিত হয়েছেন।
এদিকে, গতকাল ভোরে পৃথক একটি ঘটনায় তায়েজের পার্শ্ববর্তী রওদাহ নামের জায়গায় সালেহর অনুগত নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিরোধী উপজাতি গোষ্ঠীর সশস্ত্র লোকদের সঙ্গে সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
রাজধানী সানার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তায়েজ অঞ্চল হচ্ছে উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু। গত জানুয়ারিতে এখান থেকেই সালেহর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়।
গত রোববার সন্ধ্যায় তায়েজ শহরে শান্তিতে নোবেলজয়ী কারমানের সমর্থনে ইয়েমেনের মহিলারা আনন্দ মিছিল বের করেন। এ সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই মিছিলের একজন আয়োজক বলেন, ‘হামলার সময় সরকারি গুন্ডারা আমাদের ওপর খালি বোতল ও পাথর ছুড়ে মেরেছে।’
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে কয়েক মাসের শান্তিপূর্ণ বিক্ষোভে অবদান রাখার জন্য নরওয়ের নোবেল কমিটি কারমানকে এ বছর শান্তি পুরস্কারে ভূষিত করে। লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ ও একই দেশের সমাজকর্মী লেমাহ বোয়িইর সঙ্গে যৌথভাবে কারমান এ পুরস্কার পান। কারমান প্রথম আরব মহিলা হিসেবে সর্বোচ্চ এই সম্মানে ভূষিত হয়েছেন।
এদিকে, গতকাল ভোরে পৃথক একটি ঘটনায় তায়েজের পার্শ্ববর্তী রওদাহ নামের জায়গায় সালেহর অনুগত নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিরোধী উপজাতি গোষ্ঠীর সশস্ত্র লোকদের সঙ্গে সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
রাজধানী সানার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তায়েজ অঞ্চল হচ্ছে উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু। গত জানুয়ারিতে এখান থেকেই সালেহর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়।
No comments