মিরাকলের অপেক্ষায় ফ্রান্স!
প্রতিপক্ষ এমন আহামরি কোনো দল নয়, বসনিয়া হার্জেগোভিনা। ইউরোর চূড়ান্ত পর্বে উত্তরণের জন্য ড্র-ই যথেষ্ট। খেলা হবে ঘরের মাঠে। তার পরও ফ্রান্সের এই দৈব-প্রতীক্ষা বিস্ময়েরই। আসলে মাঠের ফুটবলের জন্য এই অপেক্ষার প্রহর গোনা নয়। মাঠে কাদের নামানো যাবে, তা নিয়ে। ইনজুরিতে যে একেবারে ক্ষতবিক্ষত ফরাসি শিবির। অলৌকিকের সহায়তায় কতজনকে সুস্থ করে তোলা যায়, সেটাই দেখার অপেক্ষা।
ইনজুরির তালিকায় আগে থেকেই ছিলেন ফ্রাঙ্ক রিবেরি, করিম বেনজেমা, ফিলিপ মেঙ্সে, বাখারি সানিয়া ও এরিক আবিদাল। আলবেনিয়ার বিপক্ষে শুক্রবারের ৩-০ গোলে জেতা ম্যাচে খেলেননি তারা। সেই ম্যাচে ইনজুরিতে পড়েছেন প্যাট্রিস এভরা, ইয়োহান কাবায়ে, আদিল রামি। দুর্ভাগার তালিকায় যোগ হয়েছেন ম্যাথিউ দিবুচি, কেভিন জামেইরো। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে আগামী কালের ম্যাচে তো মানসম্পন্ন একাদশ নামানোই কঠিন ফরাসি কোচ লঁরা ব্লঁর জন্য!
বসনিয়া-হার্জেগোভিনা কিন্তু এলেবেলে দলও নয়। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ফ্রান্সের মাত্র ১ পয়েন্ট পেছনেই আছে তারা। ইনজুরিজর্জর দল নিয়ে ব্লঁর উদ্বিগ্ন হওয়ার তাই কারণ আছে যথেষ্ট, 'ইনজুরির কারণে আমাদের প্রস্তুতি বিঘি্নত হচ্ছে। দেখা যাক, শেষ পর্যন্ত কতজনকে সুস্থ করে তুলতে পারে মেডিক্যাল টিম। আমরা মিরাকলের অপেক্ষায় আছি।' তবে ড্র প্রয়োজন হলেও জয়ের জন্য ঝাঁপানোর ঘোষণাই দিয়ে রেখেছেন ফ্রান্স কোচ, 'অন্যান্য ম্যাচের মতো এখানেও আমরা জয়ের জন্য লড়ব। ড্রয়ের কথা ভাবছিই না। আমাদের খেলার ধরন তেমন নয়। আমরা ইতালি নই যে প্রতিপক্ষের ভুলের সুযোগের জন্য অপেক্ষা করে থাকব। তাই নিজেদের খেলাই খেলব। ড্রয়ের জন্য প্রস্তুত হওয়া মানে তো হারের ক্ষেত্র তৈরি করে রাখা।'
সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য বসনিয়া-হার্জেগোভিনাকে অবশ্য জিততেই হবে। প্রতিপক্ষ দলে এত ইনজুরি থাকার পরও তাদের তারকা স্ট্রাইকার এডিন জেকো ফেভারিট মানছেন ফ্রান্সকেই, 'তারা সংশয়াতীতভাবেই ফেভারিট, কারণ প্রতিটি পজিশনেই একাধিক বিশ্বমানের খেলোয়াড় আছে তাঁদের। ইনজুরি নিয়ে তাই ফ্রান্সের মহা ঝামেলা হবে বলে মনে করি না। আর সত্যি বলতে কি আমাদেরই বরং ওই দিন ঝুঁকি নিয়ে খেলতে হবে, কারণ আমাদের তো জিততেই হবে।'
বসনিয়া-হার্জেগোভিনার পক্ষে আছে আরেকটি ব্যাপার। ইতিহাস! বাছাইপর্বের শেষ ম্যাচের গোলমাল করে বেশ কয়েকবারই যে চূড়ান্তপর্বের টিকিট পেতে ব্যর্থ হয়েছে ফ্রান্স। এবার ইনজুরি-বিধ্বস্ত দলও কি হাঁটবে ইতিহাসেরও ওই পথে? ওয়েবসাইট
No comments