নিউজিল্যান্ডে সাগর থেকে তেল অপসারণে নৌবাহিনীকে তলব
নিউজিল্যান্ডের বে অব প্লেনটিতে ছড়িয়ে পড়া তেল অপসারণে গতকাল শনিবার নৌবাহিনীকে তলব করা হয়েছে।
চলতি সপ্তাহে নর্থ আইল্যান্ডের টুয়ারাঙ্গা উপকূলীয় ডুবন্ত শৈলচূড়ায় একটি তেলবাহী জাহাজ আটকে সাগরে তেল নিঃসৃত হতে শুরু করে। এতে সাগরের পানিতে দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেরিটাইম নিউজিল্যান্ড (এমএনজেড) বলেছে, ‘রেনা’ নামের ৪৭ হাজার টনের ওই জাহাজ থেকে তেল নিঃসৃত হয়ে সাগরের পরিবেশদূষণ রোধে নৌবাহিনী চারটি জাহাজ মোতায়েন করেছে।
এমএনজেড আরও বলেছে, ৩০০ জন প্রতিরক্ষা কর্মকর্তাকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। তেল অপসারণে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, হল্যান্ড ও সিঙ্গাপুরের আরও ২০০ জন বিশেষজ্ঞ যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এমএনজেড বলেছে, বে অব প্লেনটি সমুদ্রসৈকত ও দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়া তেলের বিরূপ প্রভাবে কয়েকটি সামুদ্রিক পাখির মৃত্যু হয়েছে। এ ছাড়া পাঁচটি লিটল ব্লু পেঙ্গুইন ও দুটি শ্যাগসকে (সামুদ্রিক পাখিবিশেষ) চিকিৎসা দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের সরকার হুঁশিয়ার করে বলেছে, জাহাজটি ডুবে গেলে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দূষণের ঘটনায় পরিণত হতে পারে।
বে অব প্লেনটি নিউজিল্যান্ডের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সাগরে তিমি, ডলফিন, সিলস ও পেঙ্গুইনের বসবাস রয়েছে।
চলতি সপ্তাহে নর্থ আইল্যান্ডের টুয়ারাঙ্গা উপকূলীয় ডুবন্ত শৈলচূড়ায় একটি তেলবাহী জাহাজ আটকে সাগরে তেল নিঃসৃত হতে শুরু করে। এতে সাগরের পানিতে দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেরিটাইম নিউজিল্যান্ড (এমএনজেড) বলেছে, ‘রেনা’ নামের ৪৭ হাজার টনের ওই জাহাজ থেকে তেল নিঃসৃত হয়ে সাগরের পরিবেশদূষণ রোধে নৌবাহিনী চারটি জাহাজ মোতায়েন করেছে।
এমএনজেড আরও বলেছে, ৩০০ জন প্রতিরক্ষা কর্মকর্তাকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। তেল অপসারণে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, হল্যান্ড ও সিঙ্গাপুরের আরও ২০০ জন বিশেষজ্ঞ যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এমএনজেড বলেছে, বে অব প্লেনটি সমুদ্রসৈকত ও দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়া তেলের বিরূপ প্রভাবে কয়েকটি সামুদ্রিক পাখির মৃত্যু হয়েছে। এ ছাড়া পাঁচটি লিটল ব্লু পেঙ্গুইন ও দুটি শ্যাগসকে (সামুদ্রিক পাখিবিশেষ) চিকিৎসা দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের সরকার হুঁশিয়ার করে বলেছে, জাহাজটি ডুবে গেলে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দূষণের ঘটনায় পরিণত হতে পারে।
বে অব প্লেনটি নিউজিল্যান্ডের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সাগরে তিমি, ডলফিন, সিলস ও পেঙ্গুইনের বসবাস রয়েছে।
No comments