শোক

ড. শাহ মো. হাসানুজ্জামান
ইমেরিটাস বিজ্ঞানী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য (কৃষি) ড. শাহ মো. হাসানুজ্জামান গতকাল রবিবার সকালে ফার্মগেট ইন্দিরা রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৭৮ সালে তিনি ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব নেন। বাংলাদেশে উন্নত ধান গবেষণায় এবং প্রায় ৩০টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দেশের খাদ্য নিরাপত্তায় তাঁর এ অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
তা ছাড়া আফ্রিকায় গবেষণার মাধ্যমে তিনি সে দেশের ধান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে তৎকালীন পাকিস্তানের তমঘা-ই-পাকিস্তান ও বাংলাদেশে স্বাধীনতা পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

অহিদ উল্লাহ মোল্লা
বাংলাদেশ দুগ্ধ সমবায় সমিতির (মিল্ক ভিটা) সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি আলহাজ মো. জিল্লুর রহমানের সম্পর্কে চাচা অহিদ উল্লাহ মোল্লা (৭৪) গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা ল্যাবএইড হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। অহিদ উল্লাহ মোল্লা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ভৈরব প্রেসক্লাবের সদস্য ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা হবে। পরে ভৈরব পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। ভৈরব প্রতিনিধি

আদিত্য লাল বালা
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আকুল লাল বালার বাবা ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ গ্রামের বিশিষ্ট সমাজসেবক আদিত্য লাল বালা (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বরিবার দুপুরে পরলোকগমন করেন। ওইদিন বিকেলে পারিবারিক শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। গৌরনদী প্রতিনিধি

নুরুন্নেছা
রূপগঞ্জের নগরপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সুজন আহমেদ লিটনের মা নুরুন্নেছা (৮৫) শনিবার রাত ১১টায় বাধ্যর্কজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল তাঁকে নগরপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। রূপগঞ্জ প্রতিনিধি

মহরজান বেগম
বরিশালের গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম সরদারের মা মহরজান বেগম (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বরিবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওইদিন রাতে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জেলা উত্তর বিএনপির সহসভাপতি দুলাল রায় দুলু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক দিলিপ শীল গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গৌরনদী প্রতিনিধি

No comments

Powered by Blogger.