মেসি সর্বকালের সেরা!
আলোচনাটা মাঝখানে থিতিয়ে গিয়েছিল। সেটাকেই বুঝি উসকে দিলেন কার্লোস পুয়োল। একরকম ঘোষণার সুরেই বললেন, ‘লিওনেল মেসিই সর্বকালের সেরা।’
স্রেফ আবেগের বশে নয়, বার্সেলোনা অধিনায়ক জানালেন, জেনে-বুঝেই এমন একটা স্পর্শকাতর মন্তব্য তিনি করছেন, ‘ও-ই সর্বকালের সেরা খেলোয়াড়। ওর মতো আরেকজন খেলোয়াড়ের কথা কল্পনা কিংবা অতীতের কারও কথা মনে করা কঠিন। হ্যাঁ, আমি জানি, অন্যান্য যুগেও আরও অনেক খেলোয়াড় এসেছে। কিন্তু ওর সঙ্গে কারোরই তুলনা চলে না। সে যেন অন্য এক গ্রহ থেকে এসেছে।’
স্প্যানিশ একটি পত্রিকায় এভাবেই মেসির প্রশংসা করেছেন পুয়োল। ওদিকে মেসির প্রশংসায় মেতেছেন আলেসান্দ্রো সাবেলাও। আর্জেন্টিনার মেসি কেন ‘বার্সার মেসি’ হয়ে উঠতে পারে না, এমন আলোচনায় যেতেই রাজি নন আর্জেন্টিনা দলের কোচ। তিনি বলছেন, মেসি এমন এক ধরনের খেলোয়াড়, যে সব সময়ই ভালো খেলে।
‘আমি মনে করি, মেসি সব সময়ই উন্নতি করেছে। মাঝেমধ্যে হয়তো সে গোল পায় না। কিন্তু সে প্রতিপক্ষের জন্য ভয়ংকর এমন সব পাস দেয় ওই ম্যাচগুলোতে। মেসি কখনোই খারাপ খেলে না। ওকে সব সময় ১০-এর মধ্যে ও সাত কিংবা এর বেশি নম্বরই দিতে হয়। আমরা আসলে সব সময়ও ওকে দশে ১০ পায় এমন খেলা দেখে অভ্যস্ত। আর তাই ৭ পেলেও মনে হয় ও খারাপ খেলেছে।
স্রেফ আবেগের বশে নয়, বার্সেলোনা অধিনায়ক জানালেন, জেনে-বুঝেই এমন একটা স্পর্শকাতর মন্তব্য তিনি করছেন, ‘ও-ই সর্বকালের সেরা খেলোয়াড়। ওর মতো আরেকজন খেলোয়াড়ের কথা কল্পনা কিংবা অতীতের কারও কথা মনে করা কঠিন। হ্যাঁ, আমি জানি, অন্যান্য যুগেও আরও অনেক খেলোয়াড় এসেছে। কিন্তু ওর সঙ্গে কারোরই তুলনা চলে না। সে যেন অন্য এক গ্রহ থেকে এসেছে।’
স্প্যানিশ একটি পত্রিকায় এভাবেই মেসির প্রশংসা করেছেন পুয়োল। ওদিকে মেসির প্রশংসায় মেতেছেন আলেসান্দ্রো সাবেলাও। আর্জেন্টিনার মেসি কেন ‘বার্সার মেসি’ হয়ে উঠতে পারে না, এমন আলোচনায় যেতেই রাজি নন আর্জেন্টিনা দলের কোচ। তিনি বলছেন, মেসি এমন এক ধরনের খেলোয়াড়, যে সব সময়ই ভালো খেলে।
‘আমি মনে করি, মেসি সব সময়ই উন্নতি করেছে। মাঝেমধ্যে হয়তো সে গোল পায় না। কিন্তু সে প্রতিপক্ষের জন্য ভয়ংকর এমন সব পাস দেয় ওই ম্যাচগুলোতে। মেসি কখনোই খারাপ খেলে না। ওকে সব সময় ১০-এর মধ্যে ও সাত কিংবা এর বেশি নম্বরই দিতে হয়। আমরা আসলে সব সময়ও ওকে দশে ১০ পায় এমন খেলা দেখে অভ্যস্ত। আর তাই ৭ পেলেও মনে হয় ও খারাপ খেলেছে।
No comments