ধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে কুপিয়ে জখম
পূর্ব শক্রুতার জের ধরে সাভারে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মা ও মেয়েকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। মঙ্গলবার ভোর রাতে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে বক্তারপুর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। মোবাইল ফোনটি চুরির জের ধরে এলাকার তিন বখাটের সঙ্গে মোহাম্মদ আলীর ঝগড়া হয়। এর জের ধরে বখাটেরা মোহাম্মদ আলীর বাড়িতে ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে প্রবেশ করে এবং মোহাম্মদ আলীর মেয়ে গৃহবধূ রোজিনা বেগমকে (২০) হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধু রোজিনার মা মিনু বেগম চিৎকার দিলে বখাটেরা মা ও মেয়েকে কুপিয়ে জখম করে বাড়িতে থাকা ৭০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
No comments