বিমানের সুবিধা নিয়ে ট্রেন
ভারতের রেলওয়েতে যুগান্তকারী এক সংযোজন এনেছেন দেশটির কর্তৃপক্ষ। রোববার দেশটির সবচেয়ে দ্রুতগামী ট্রেন ‘তেজস এক্সপ্রেস’ চালু হয়েছে। ১৩০ কিলোমিটার গতিবেগের অত্যাধুনিক এ ট্রেনটি প্রথম যাত্রা করে মুম্বাই থেকে গোয়ায়। বিকাল ৩টা ২৫ মিনিটে ছত্রপতি শিবাজি থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। এটির উদ্বোধন করেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু। ২০১৬ সালে ট্রেনটি সম্পর্কে ঘোষণার সময়ই রেলমন্ত্রী দাবি করেছিলেন, ট্রেনটিতে বিমানের সুবিধা মিলবে। দাবিটি যে নিছক চমক দেয়া প্রতিশ্রুতি ছিল না, তা বোঝাই যাচ্ছে ট্রেনটি দেখে। খবর এনডিটিভির। ট্রেনটি গোয়ার কারমালি স্টেশনে পৌঁছতে সময় নেয় ৯ ঘণ্টা। বর্ষার সময় সপ্তাহে পাঁচ দিন এবং অন্য সময় সপ্তাহে তিন দিন চলবে এ ট্রেন। ইতিমধ্যে সারা ভারতেই সাড়া জাগিয়েছে ‘তেজস’।
ট্রেনের প্রতিটি সিটে আলাদা আলাদা এলইডি টিভি থেকে শুরু করে সেলিব্রেটি শেফের ঠিক করা মেনু- সব মিলিয়ে যাত্রীদের হবে অন্যরকম এক অভিজ্ঞতা। ট্রেনটিতে ক্যাটারিং সার্ভিসের তত্ত্বাবধানে রয়েছেন সেলিব্রেটি শেফ সঞ্জীব কাপুর। যাত্রীদের খাবারের মেনু তিনিই ঠিক করে দেবেন। ট্রেনটিতে রয়েছে বিজনেস ক্লাস ও চেয়ার কার। মিলবে ফ্রি ওয়াইফাই ও বিনোদনের নানান রসদ। প্রতিটি সিটেই থাকছে এলইডি টিভি। এই প্রথম কোনো ট্রেনের সিটে টিভি স্ক্রিন দিচ্ছে রেল। হাতের নাগালেই পাওয়া যাবে চা ও কফি ভেন্ডিং মেশিন। থাকবে দেশ-বিদেশের ম্যাগাজিন, স্ন্যাকস টেবিল। আর টয়লেটেও থাকছে বায়ো-ভ্যাকুয়াম সিস্টেম। থাকবে সিসিটিভি ক্যামেরা ও ফায়ার অ্যালার্ম। আর ভ্রমণপিয়াসু যাত্রীদের জন্য বড় জানালা তো থাকছেই।
No comments