ফেনীতে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
ফেনীর পরশুরাম উপজেলায় হিটস্ট্রোকে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বক্স মাহামুদ বাজারে এ ঘটনা ঘটে। মৃত হুদা মিয়া (৫৫) উপজেলার উত্তর তালবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। নিহতের ভাই শাহ আলম জানান, সকালে তার ভাই হুদা মিয়া উত্তর তালবাড়িয়ার বাসা থেকে বক্স মাহামুদ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় রাস্তায় প্রচণ্ড গরমে অস্থির হয়ে তিনি মাটিতে ঢলে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, হুদা মিয়ার হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।
No comments