ওয়ানডে ক্যারিয়ারে মোস্তাফিজ সেরা অবস্থানে
চ্যাম্পিয়ন্স ট্রুফির আগে আয়ারল্যান্ডে নিজেকে ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩ রানে চার উইকেট নেয়া এই তরুণ বাঁ-হাতি পেসার এরই মাঝে পেলেন সুখবর। আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। ১৩ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন মোস্তাফিজ। ওয়ানডে ক্যারিয়ারের এটিই তার সেরা অবস্থান। চলমান ত্রিদেশীয় সিরিজে ৩৩ রানে দুই উইকেট নিয়েছিলেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। এরপর আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দেন ২৩ রানে চার উইকেট নিয়ে। টানা দুই ম্যাচে ভালো করার পুরস্কার পেলেন তিনি। তার রেটিং পয়েন্ট ৫৮৩। ক্যারিয়ারে সর্বোচ্চ।
গত জানুয়ারিতে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শেষে মোস্তাফিজ উঠেছিলেন ক্যারিয়ারসেরা ২৯তম অবস্থানে। এদিকে ক্রিকেটের তিন সংস্করণে এবারও শীর্ষ অলরাউন্ডারের স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তবে ওয়ানডে বোলিংয়ে দুই ধাপ নেমে গেছেন সাকিব। আট থেকে দশে সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে সৌম্য সরকারেরও। কিউই-আইরিশদের বিপক্ষে টানা দুই ফিফটি করা বাঁ-হাতি ওপেনার সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৭তম স্থানে। একই সিরিজে ৪৩* ও ৫১ রান করা মাহমুদউল্লাহ এগিয়েছেন তিন ধাপ। তার স্থান ৪৬-এ। ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ ব্যাটসম্যান ও বোলারের দুটি স্থানই দুই দক্ষিণ আফ্রিকানের দখলে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এবি ডি ভিলিয়ার্স এবং বোলারদের র্যাংকিংয়ে ইমরান তাহির শীর্ষে রয়েছেন।
No comments