রাজনীতির আইটেমকন্যা
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ বিপাশা কবির। ক্যারিয়ারের শুরুতে আইটেমকন্যা হিসেবে পরিচিত হলেও এখন পুরোদস্তুর নায়িকা। তবে আসছে ঈদে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিতে তাকে আইটেমকন্যা হিসেবে দেখা যাবে। এ ছবির একটি গানে মেরিলিন মনরোর সাজে পারফর্ম করেছেন বিপাশা। রাজনীতির বাইরেও তার অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিগুলো হচ্ছে ‘পাষাণ’ ও ‘খাস জমিন’। ছবিগুলোতে তার বিপরীতে কলকাতার ওম এবং ঢাকাই নায়ক সাইমন সাদিক অভিনয় করেছেন। মঙ্গলবার এ নায়িকার জন্মদিন। কোনো আয়োজন ছাড়াই দিনটি কাটাবেন বলে জানিয়েছেন বিপাশা। উল্লেখ্য, ৪৫টিরও বেশি চলচ্চিত্রে আইটেম গার্ল হিসেবে পারফর্ম করেছেন তিনি।
No comments