বনানীর হোটেলে ধর্ষণের অভিযোগ
রাজধানীর বনানীর মহাখালীতে একটি আবাসিক হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সোমবার বনানী থানায় মাহমুদুল্লাহ হাসান ওরফে জুয়েলের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কুষ্টিয়া থেকে ঢাকায় আসে অভিযুক্ত জুয়েল। ঢাকায় তার কোনো ঠিকানা পাওয়া যায়নি। তরুণীর অভিযোগ, ছয় মাস আগে গত বছরের ১৭ নভেম্বর ওই তরুণীকে জুয়েল বিয়ের প্রলোভন দেখিয়ে মহাখালীর জাকারিয়া ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে বিয়ে করেনি। বনানীর দ্য রেইনট্রি হোটেলে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই বনানীর আবাসিক হোটেলে নিয়ে আরও একটি ধর্ষণের অভিযোগ উঠল। বনানী থানার এসআই আলী আকবর যুগান্তরকে বলেন, মহাখালীর ওয়্যারলেস গেট সংলগ্ন জাকারিয়া ইন্টারন্যাশনালে গত বছরের ১৭ নভেম্বরে ধর্ষণের ঘটনা ঘটে বলে তরুণী থানায় মামলা করেছেন। সোমবার দুপুর দেড়টার দিকে ওই তরুণী মামলা করেন। মামলাটি নথিভুক্ত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়।
No comments