নিখোঁজের দু’দিন পর কৃষকের লাশ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুরে নিখোঁজের দু'দিন পর মুখলেছ মিয়া নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার শনির হাওরের পার্শ্ববর্তী হালির হাওর থেকে স্থানীয় এলাকাবাসী ভাসমান অবস্থায় ওই কৃষকের লাশ উদ্ধার করে। নিহত মুখলেছ মিয়া উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, বোরো ফসলহানির পর পরিবারের সদস্যদের ভরণ-পোষণের তাগিদে হাওরে প্রায়ই মাছ ধরতে যায় এই কৃষক। রোববারও মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। সোমবার রাত হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর মঙ্গলাবার সকালে যুগান্তরকে কৃষক মুখলেছ মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments