'মানবকল্যাণে কাজে লাগে এমন কিছুই হোক রাজনীতি'
মানবকল্যাণে কাজে লাগে এমন কিছু করাই হোক রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের জন্য কিছু করতে না পারলে তা হবে ব্যর্থ রাজনীতি। প্রচণ্ড খরতাপকে উপেক্ষা করে এমনভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে এক দিনে ১০টি রাস্তার কাজের উদ্বোধন করলেন দোহার-নবাবগঞ্জের গণমানুষের নেত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা মাশাইল তুলসীখালী সড়কে প্রথম উদ্বোধন কাজ শুরু করেন। এরপর পাড়াগ্রাম মধুপুর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বক্সনগর ইউনিয়নে চারটি, বাহ্রায় একটি ও গালিমপুরে তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম। এ সময় সালমা ইসলাম এমপি বলেন, দোহার-নবাবগঞ্জের একটি সড়কও কাঁচা থাকবে না। এ অঞ্চলের মানুষের জন্য কিছু কাজ করতে পারলেই আমি আত্মতৃপ্তি পাব। এরই মধ্যে ৪৫ কোটি টাকা ব্যয়ে ৬০টি রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। আরও ২০ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান আছে। আগামীতে আরও কাজের মাধ্যমে উন্নয়নের গতি প্রসারিত হবে।
অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ সার্বিক দিকে উন্নত হচ্ছে। তাকে অনুসরণ করেই আমি আমার নির্বাচনী এলাকায় কাজ করছি। সবার দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ রাস্তাঘাট ও অবকাঠামোগত সব কাজ শেষ হবে। অ্যাডভোকেট সালমা ইসলাম আগামী নির্বাচনের জন্য উপস্থিত জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। এসব অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকৌশলী মো. শাজাহান, ওসি মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মিয়া, পান্নু মিয়া, তপন মোল্লা, মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, সুবেদুজ্জামান সুবেদ, জাতীয় পার্টির ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা সাবেক সভাপতি হুমায়ন কবির, খলিলুর রহমান, মো. শাজাহান, মান্নান মাস্টার, আসাদুজ্জামান চৌধুরী রানা, একেএম আবদুল হালিম, এমএ মজিদ, সাহিদুল হক খান ডাবলু, আয়নুল চৌধুরী, দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম, নাঈম আহমেদ, সাহের মেম্বার, আবদুল মতিন, জালাল উদ্দিন, আক্তার মেম্বার, সাব্বির মেম্বার, মো. স্বাধীন, বোরহান হোসেন, মো. সেলিম, নাজিম বক্স, মো. সাহেদ আলী, খলিল দেয়ান প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
No comments