পাকুন্দিয়ায় বিএনপির আহবায়ক কমিটি গঠন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বুরুদিয়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিনের সৈয়দগাঁওস্থ বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির অনুমোদন দেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন ও সদস্য সচিব মো. কামাল উদ্দিন। উক্ত কমিটিতে আহবায়ক মো. জসিম উদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক মো. এমদাদুর রহমান, মো. আইনল হক, মো. নজরুল ইসলাম সরকার, মো. ইকবাল পাঠান, মো. আবদুর সাহিদ, ডা. মো. মফিজ উদ্দিন, মো. বাদল মিয়া, মো. আবু বকর সিদ্দিক রেনু, নূর মোহাম্মদ মাস্টার, মো. মোজাম্মেল হক মুন্সি, মো. রিয়াজ উদ্দিন মাস্টার, বদিউজ্জামান, শাহজাহান মেম্বার, নূর হোসেন ও মো. আবদুল লতিফ মাস্টারকে প্রথম সদস্য করে ১০৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময় উক্ত কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটির সম্মেলন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
No comments