ইরানকে নিয়ে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছে জার্মানি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তার বিরোধিতা করেছে জার্মানি। জার্মানি আরব দেশগুলোর সাথে ইরানের সংলাপ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন জিবার্তো বলেছেন, বার্লিন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ হিসাবে ইরান ও আরব দেশগুলোর সাথে গঠনমূলক সম্পর্ক চায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। একইসাথে তিনি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করে চলমান দ্বন্দ্ব সঙ্ঘাতকে শুভ ও অশুভ'র মধ্যকার যুদ্ধ বলে অভিহিত করেছেন। ট্রাম্পের ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমেরিকা ও তার মিত্রদের এটা জেনে রাখা উচিত ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং জন সমর্থিত এ সরকার সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা নিয়ে এসেছে। তিনি বলেন, ইরান উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং কয়েকটি দেশের মিথ্যাচারের কারণে ইরান তার নীতি থেকে সরে আসবে না।
No comments