বাতিল হল অগ্রণী ব্যাংকের সকালের পরীক্ষা
গণহারে প্রশ্ন ফাঁসের ঘটনায় অবশেষে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের সকালের পরীক্ষা বাতিল করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ সিদ্ধান্ত নেন বলে নিশ্চিত করেছেন ব্যাংকার্স সিলেকশান কমিটি বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র। সূত্র জানায়, প্রশ্ন ফাঁসের কারণে বাংলাদেশ ব্যাংক গভর্নর অগ্রণী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের সকালের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগকে সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে।'
No comments