যশোরে ছাত্রদল সম্পাদককে আটকের অভিযোগ, অস্বীকার পুলিশের
যশোরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুলকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বিএনপি। সোমবার গভীর রাতে শহরতলীর বালিয়াডাঙ্গার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। বিএনপি নেতারা জানান, সোমবার গভীর রাতে বাবুলকে তার বালিয়াডাঙ্গার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। এ সময় তার শ্বশুর ও ভাই সুমনকেও আটক করে নিয়ে যায় পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বাবুল বা তার পরিবারের সদস্যদের আটকের বিষয়টি অস্বীকার করেছেন। বিএনপি নেতারা ধারণা করছেন, খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে যশোরে মিছিল করার অপরাধে বাবুলকে আটক করা হয়।
No comments