ইয়েমেনে মার্কিন অভিযানে ৭ আল-কায়েদা সদস্য নিহত
ইয়েমেনে আল-কায়েদার একটি কম্পাউন্ডে মার্কিন বাহিনীর স্থল অভিযানে সাতজন নিহত হয়েছে। সোমবার রাতে পেন্টাগণ একথা জানিয়েছে। মারিব গভর্নরেটে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইয়েমেনি কর্তৃপক্ষের সহায়তায় এ অভিযান চালানো হয়। জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্র আল-কায়েদা ইন দ্য আরব পেনিনসুলা (একিউএপি)’র ওপর হামলা জোরদার করেছে। দরিদ্র দেশটিতে গৃহযুদ্ধের সুযোগ নিয়ে উগ্রবাদী গোষ্ঠীটি সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
No comments