নড়াইলের ২ ইউপিতে আজকের ভোটের ফল নির্ধারিত হবে নারীদের ভোটেই!
নড়াইলের পেড়লী ও পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নারীদের ভোটেই বিজয়ী হবেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। আজ মঙ্গলবার এ দু’টি ইউপিতে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। কালিয়া নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পেড়লী ইউনিয়নে ভোটার ১৬ হাজার ২৬৮ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৯৭১ এবং নারী ৮ হাজার ২৯৭। এক্ষেত্রে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ৩২৬ জন। এদিকে, পাঁচগ্রাম ইউনিয়নে ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৮১৭ এবং নারী ২ হাজার ৮৪৪ ভোটার। এখানে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ২৭ জন। চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীসহ ভোটাররা জানান, দুই ইউনিয়নেই পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। তাছাড়া সরকারি-বেসরকারি চাকরিসহ পেশাগত বিভিন্ন কাজে অনেক পুরুষ ভোটার এলাকার বাইরে আছেন। আর নারী ভোটারের সংখ্যা যেমন বেশি, তেমনি বাসাবাড়িতেও নারীরা বেশি আছেন। সবমিলে নারীদের ভোটেই পেড়লী ও পাঁচগ্রাম ইউপিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন বলে মনে করছেন এলাকাবাসী।
পেড়লীতে চেয়ারম্যান পদে পাঁচ এবং পাঁচগ্রাম ইউনিয়নে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন পেড়লী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন ইকবালসহ এক স্বতন্ত্র প্রার্থী। এছাড়া পাঁচগ্রাম ইউপির দুই স্বতন্ত্র প্রার্থীও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পেড়লী ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর হোসেন ইকবাল, ধানের শীষ প্রতীকে গোলাম মোর্শেদ শেখ এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুরাদ হোসেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যা (ঘোড়া প্রতীক) ও ইমাম হোসেন তুষার (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, পাঁচগ্রাম ইউপিতে তিন প্রার্থীর লড়াই হচ্ছে। এখানে আ’লীগ মনোনীত প্রার্থী জহুরুল হক মোল্যা (নৌকা) এবং দলের দুই বিদ্রোহী প্রার্থী এসএম আশিক বিল্লা (ঘোড়া) ও এসএম সাইফুজ্জামান (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, এখানে বিএনপির কোনো প্রার্থী নেই।
No comments