'আ'লীগই প্রথমে রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে'
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন,
'আওয়ামী লীগ সব সময় বলে আমরা নাকি রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছি।
পতাকা তারাই প্রথম রাজাকারদের গাড়িতে তুলে দিয়েছে। মওলানা নুরুল আমিন, একে
ফয়জুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের গাড়িতে তারাই প্রথম পতাকা
তুলে দেয়।' সোমবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের নেতার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের
সঙ্গে নির্বাচন এবং আন্দোলনের জোট ছাড়া বিএনপির অন্য কোনো সম্পর্ক নেই
উল্লেখ করে খালেদা জিয়া বলেন, '১৯৮৬ জামায়াতকে সঙ্গে নিয়ে এরশাদের
নির্বাচনে তারাই (আওয়ামী লীগ) গেছে। ১৯৯৫ সালেও জামায়াতকে সঙ্গে নিয়ে
তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করে তারা। সুতরাং আমরা বলতে চাই জামায়াতের
সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাদেরই। আন্দোলন এবং নির্বাচনের জোট ছাড়া
জামায়াতের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।' তিনি অভিযোগ করে বলেন, '
বিএনপির সমর্থন যেখানে বেশি সেখানে এ সরকার কোন উন্নয়ন করেনি। এ সরকারের
আমলে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি। আমাদের আমলে যা কিছু হয়েছে এখনও সে অবস্থায়
আছে। বগুড়ায় বিএনপির সমর্থক বেশি হওয়ার কারণে সরকার সেখানে কোনো উন্নয়ন
করছে না। সারাদেশেই সরকার এ রকম করছে।'
No comments