সেই মোহনা হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে
বাসের ধাক্কায় আহত সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠা মোহনা হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম চালানোর অনুমতিই ছিল না। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা হাসপাতাল ঘুরে তা বন্ধের নির্দেশ দেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ বি এম আবদুল হান্নান এ পরিদর্শন দলে ছিলেন। পরিদর্শন শেষে আবদুল হান্নান বলেন, মোহনা কর্তৃপক্ষ ডায়াগনিস্টিক সেন্টারের অনুমোদন নিয়ে হাসপাতাল খুলে বসেছিল। হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে ভর্তি রোগীদের সরিয়ে নিয়ে মঙ্গলবারের মধ্যে মোহনা কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে। ২৯ নভেম্বর রাতে রাজধানীর কারওয়ানবাজার সার্ক ফোয়ারা এলাকায় বাস থেকে নামতে গিয়ে পড়ে যান সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী। পথচারিরা তাকে সেখান থেকে পাশের মোহনা হাসপাতালে নিয়ে গেলেও সেখানে তার কোন চিকিৎসা হয়নি। এরপর তাকে পাশের কমফোর্ট হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে যোগাযোগ মন্ত্রণালয়। তিন দিনের মধ্যে এ কিমিটির রিপোর্ট দেয়ার কথা রয়েছে।
No comments