ত্রিপুরায় বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনীতে আমন্ত্রিত বাংলাদেশ
ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশের সহযোগিতার কথা মনে রেখে বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানেও বাংলাদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আজ এ ইউনিটের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এটিকে জাতির প্রতি উৎসর্গ করবেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আগরতলায় এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহি চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ, বিদ্যুৎ দপ্তরের যুগ্ম সচিব সেলিম আবেদ ও মহম্মদ আলাউদ্দিন। পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে ভারত বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়ার ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী বিদ্যুৎ সংবহন লাইন তৈরির জন্য সমীক্ষাও শুরু হতে চলেছে। পালাটানা বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারি যন্ত্রপাতি বাংলাদেশের মধ্য দিয়ে বহন করা হয়েছিল। এ জন্য ভারত বাংলাদেশকে কৃতজ্ঞতাও জানিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এজন্য ভারত সরকারের কাছে বাংলাদেশকে পালাটানা থেকে বিদ্যুৎ দেবার অনুরোধ জানিয়েছিলেন। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এলাহি জানিয়েছেন, পালাটানা থেকে বিদ্যুৎ পেতে পেতে এক বছর লেগে যাবে। এলাহি আরও জানিয়েছেন, নিরাপত্তা, যোগাযোগ ও জ্বালানি ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে বাংলাদেশ আগ্রহী। আখাইড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশের সময় এলাহি বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১১ হাজার মেগাওয়াটে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব হবে।
No comments