ওবামার আলোকিত আফ্রিকা অন্ধকারে
গত
বছর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ?‘আলোকিত
আফ্রিকা’র জন্য তিনি ৭০০ কোটি ডলার প্রকল্প হাতে নিয়েছেন, যাতে বিশ্বের
দরিদ্রতম এই মহাদেশের বিদ্যুৎ সুবিধা দ্বিগুণ হয় এবং অন্ধকারাচ্ছন্ন
এলাকাগুলো আলোকিত হয়।’ এক বছর পর মুল্যায়ন করতে গিয়ে দেখা যাচ্ছে আলোকিত
আফ্রিকা প্রকল্প এখনও অন্ধকারে। এই প্রকল্প ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে।
যদিও বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, লক্ষ্যমাত্রার ২৫ শতাংশ অর্জিত হয়েছে। ১০
হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে ২ কোটি লোককে বিদ্যুৎ সুবিধার আওতায়
আনা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই প্রকল্পর কিছু নথি বিশ্লেষণ করে
দেখেছে, সেখানকার গ্রিডে মেগাওয়াট যোগ করার যে হিসেব ধরা হয়েছে, তা প্রকৃত
তথ্য নয়। নথিপত্র ঘেটে স্পষ্ট হওয়া যায়নি প্রতিশ্র“ত ৭০০ কোটি ডলারের
কতটুকু প্রকৃতপক্ষে ব্যয় করা হয়েছে। অন্যদিকে প্রাইভেট সেক্টরে ২০০০ বিলিয়ন
বিনিয়োগের অঙ্গীকারও করা হয়েছে। ‘আলোকিত আফ্রিকা’র সঙ্গে সংশ্লিষ্ট একজন
কর্মকর্তা জানান, ‘পাঁচ বছরের মধ্যে আফ্রিকার বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ করার
কথা। এক বছর পর এখনও কিছুই স্পষ্ট হয়নি। এই প্রকল্প কখনোই বাস্তবায়িত হবে
কিনা সে বিষয়ে আমি নিজেই সন্দিহান। এটা ভুল পথে চলছে।’ গত তিন দশক ধরে
সাহারা মরুভূমির এ অঞ্চলে বিদ্যুৎ সুবিধার এমন উচ্চাভিলাষী প্রকল্পের কথা
অনেক শোনা গেছে। কিন্তু বাস্তবে বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়নি। এখানকার
৪৮টি দেশের ৮০ কোটি জনগণের জন্য যেটুকু বিদ্যুৎ আছে, স্পেনের মাত্র সাড়ে
চার কোটি জনগণ এর চেয়েও বেশি বিদ্যুৎ ব্যবহার করে।
No comments