সমুদ্রতীরে আটকা পড়ে ৩৬ তিমির মৃত্যু
নিউজিল্যান্ডের একটি সমুদ্র সৈকত থেকে ৩৬টি মৃত ও ২১টি জীবিত তিমি উদ্ধার করা হয়েছে। সৈকতে আটকে পড়ে পাইলট প্রজাতির ৩৬টি তিমির মৃত্যু হয়েছে। নিউজিল্যান্ডের প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গতকাল প্লেনটি উপসাগরের ওহিওয়া সমুদ্র বন্দরের তীরে এসে আটকে পড়ে তিমিগুলো। স্বেচ্ছাসেবী ও স্থানীয় মাওরি সম্প্রদায়ের অধিবাসীরা উদ্ধার তৎপরতায় নেমে পড়েন। ব্যাপক আকারে চলে এ উদ্ধারকাজ। মৃত অবস্থায় ২৫টি তিমি উদ্ধার করা হলেও, মৃতপ্রায় বাকি ১১টি তিমিকে যন্ত্রণাহীন মৃত্যুর ওষুধ প্রয়োগে বাধ্য হন বিশেষজ্ঞরা। তবে ২১টি পাইলট তিমিকে সমুদ্রে ছেড়ে দিতে সক্ষম হন উদ্ধারকারীরা। নিউজিল্যান্ডে বিপুল সংখ্যক পাইলট তিমির তীরে আটকে মারা যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু, একসঙ্গে এতো তিমির তীরে আসার ব্যাখ্যা এখনও জানা নেই গবেষকদের।
No comments