যার গুলিতে ধরাশায়ী হন লাদেন
ওসামা বিন লাদেন যার গুলিতে ধরাশায়ী হয়েছিলেন, এতোদিন পর তার পরিচয় সামনে এসেছে। মার্কিন নেভি সিলের ওই কমান্ডোর নাম রব ও’নেইল। তার পিতা টম ও’নেইলের সঙ্গে ডেইলি মেইলের এক সাক্ষাতকারে এ তথ্য সামনে আসে। ২০১১ সালের ২রা মে মার্কিন বাহিনীর ‘অপারেশন নেপচুন স্পিয়ারের’ অন্যতম ব্যক্তি ছিলেন তিনি। পাকিস্তানের অ্যাবোটাবাদে পরিচালিত নেভি সিল বাহিনীর ওই অভিযানে লাদেনের কপালে তিন বার গুলি করেন ও’নেইল। ওই অভিযানে নিহত হয়েছিল আরও চারজন। তবে মার্কিন বাহিনীতে কোন প্রানহানী হয় নি। টম বলেন, তার ছেলের পরিচয় প্রকাশ নিয়ে তিনি আর ভীত নন। তবে রব ও’নেইলের পরিচয় প্রকাশ নিয়ে মার্কিন বাহিনীতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মেইলের প্রতিবেদনে বলা হয়, সিল সদরদপ্তর ও পেন্টাগনে এ নিয়ে ক্ষুব্ধ অনেকে।
No comments