‘অভ্যন্তরীন ত্রুটির কারণেই বিদ্যুৎ বিপর্যয়’
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি আংশিক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলে নয়। অভ্যন্তরীন গ্রীডে ত্রুটির কারণে শনিবার বিদ্যুৎ বিপর্যয় ঘটে। পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও দশদিন সময় লাগবে। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, তদন্ত একটি চলমান প্রক্রিয়া। আমাদের হাতে প্রাথমিক তথ্য এসেছে। আগেই এটা বলা যাবে না। এই প্রাথমিক তথ্য ধরেই আমাদের ভালভাবে তদন্ত করা উচিত। ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, পশ্চিমাঞ্চলে ত্রুটি বা পূর্বাঞ্চলে ত্রুটি, কিংবা কোন বিদ্যুৎকেন্দ্রের ত্রুটির কারণে এই বিপর্যয় হতে পারে বলে আমরা অনেকেই ধারণা করেছিলাম। একটা বিষয় স্পষ্ট করে আমরা বলতে পারি, আমাদের পশ্চিমাঞ্চলের এসপিডিসি’র ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেনা। অভ্যন্তরীণ কোন ত্রুটির কারণে এই বিঘœ ঘটেছে। আমরা ইতোমধ্যে ৪টি প্রতিষ্ঠানে তদন্ত করেছি। বিভিন্ন পর্যায়ে কতগুলো ভাগে ভাগ করে সমস্ত তথ্য আমরা নিয়েছি। এখনও অনেকগুলো প্লান্টের রিপোর্ট নেওয়া বাকি আছে। সেই সব রিপোর্ট হাতে আসলে সেগুলো বিশ্লেষন করে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবো।
No comments