‘আগে রিভিউ পরে মারসি পিটিশন’
কামারুজ্জামানের আইনজীবী শিশির মোহাম্মদ মনির বলেছেন, “আপিলের রায়ের কপি হাতে পেলে রিভিউ করার আবেদন করা হবে। রিভিউ খারিজ হলে মারসি পিটিশন (রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা) করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।” বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে অ্যাডভোকেট শিশির বলেন, “তারা আইনের লোক হয়ে এ ধরনের কথা বলতে পারেন না। কাদের মোল্লার আপিলের রায় ঘোষণার দুই মাস সাত দিন পর পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়েছি। তারপর ফাঁসি কার্যকর হয়েছিল।” “কামারুজ্জামানের বেলায় এতো তাড়াহুড়া করা হচ্ছে কেন।” সরকারের প্রতি প্রশ্ন তার। শিশির বলেন, “রিভিউ আবেদন একটি সাংবিধানিক অধিকার। কামারুজ্জামানকে এই অধিকার দিতে হবে।” কামারুজ্জামানের শারীরিকভাবে সুস্থ আছেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করেত যান। তারা ১১টার দিকে সাক্ষাৎ শেষে বের হয়ে আসেন। আইনজীবীদের মধ্যে আরো ছিলেন- ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তবে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ব্যারিস্টার নাজিব মোমেনকে কারাগারের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
No comments