বাংলাদেশী মুসলিমদের পুশব্যাকের আহ্বান বিশ্ব হিন্দু পরিষদের
ভারতে অবস্থানরত বাংলাদেশী মুসলিমদের পুশব্যাক করার আহ্বান জানিয়েছেন ভারতের বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা প্রবীণ তোগাড়িয়া। এসব মুসলিমকে তিনি অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করারও দাবি জানান। গতকাল ভিএইচপি’র আন্তর্জাতিক ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রবীণ তোগাড়িয়া বলেন, ভারতে অনুপ্রবেশ বন্ধ হওয়া উচিত। তার দাবি, অনুপ্রবেশের ফলে ভারতীয়দের নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। তোগাড়িয়া বলেন, অনুপ্রবেশের ফলে ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর একসঙ্গে কাজ করা উচিত। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের সমপর্কে তিনি বলেন, বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে তারা ভারতে প্রবেশ করছে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের শরণার্থী হিসেবে গণ্য করে স্থায়ী নাগরিকত্ব দেয়া উচিত বলে তার মত। তার দাবি, নির্যাতনের কারণে বাংলাদেশ থেকে ভারত যাওয়া হিন্দুর সংখ্যা ৫০ হাজারেরও বেশি। তিনি আরও বলেন, শুধু পশ্চিমবঙ্গেই অনুপ্রবেশ হচ্ছে না। একই সঙ্গে আসাম ও ঝাড়খণ্ড অনুপ্রবেশের প্রবেশদ্বার হিসেবে কাজ করছে।
No comments