২ ঘণ্টার মাথায় বিএনপির ওয়াকআউট
সোমবার বিকেল সাড়ে ৫টায় নতুন স্পিকার
শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নবম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরুর
২০ মিনিটের মাথায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও শরিক
দলগুলোর ৩৮ জন সংসদ সদস্য অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
সংসদ
নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থ
মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ
এরশাদসহ ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যরা এ সময় টেবিল চাপড়ে তাদের স্বাগত
জানান।
স্পিকার শিরীন শারমিনও বিরোধী দলীয় নেতাকে অভিনন্দন জানান। খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা আসনে বসার আগে নতুন স্পিকার হাত তুলে তাকে সালাম জানান।
৫১ মিনিট সংসদে অবস্থানের পর মাগরিবের বিরতিতে বেরিয়ে যান খালেদা জিয়া। এর কিছুক্ষণ পর রওনা হন গুলশানের বাসার দিকে।
বিরতির পর সংসদের প্রশ্নোত্তর পর্ব চলে। এক পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সভা সমাবেশের ওপর ‘সরকারের নিষেধাজ্ঞার’ প্রতিবাদ জানান বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ।
বক্তব্য শেষে তার নেতৃত্বে ওয়াক আউট করেন বিএনপির সাংসদরা।
স্পিকার শিরীন শারমিনও বিরোধী দলীয় নেতাকে অভিনন্দন জানান। খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা আসনে বসার আগে নতুন স্পিকার হাত তুলে তাকে সালাম জানান।
৫১ মিনিট সংসদে অবস্থানের পর মাগরিবের বিরতিতে বেরিয়ে যান খালেদা জিয়া। এর কিছুক্ষণ পর রওনা হন গুলশানের বাসার দিকে।
বিরতির পর সংসদের প্রশ্নোত্তর পর্ব চলে। এক পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সভা সমাবেশের ওপর ‘সরকারের নিষেধাজ্ঞার’ প্রতিবাদ জানান বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ।
বক্তব্য শেষে তার নেতৃত্বে ওয়াক আউট করেন বিএনপির সাংসদরা।
No comments