ফেসবুক কর্নার গ্রন্থনা: পাভেল মহিতুল আলম
ঝড়
সুচিত্রা সেন, রিয়া সেন, রাইমা সেন, মুনমুন সেন, মহাসেন—সব কটিই ঝড়ের নাম।
তবে কোনো কোনোটা ঝড় তোলে বুকে আর কোনোটা উপকূলে।
সুচিত্রা সেন, রিয়া সেন, রাইমা সেন, মুনমুন সেন, মহাসেন—সব কটিই ঝড়ের নাম।
তবে কোনো কোনোটা ঝড় তোলে বুকে আর কোনোটা উপকূলে।
অরূপ কুমার মণ্ডল
বোঝার ভুল
এইচএসসি পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার প্রশ্ন দেখে টেনশনে সব ভুলে গিয়েছি। এমন সময় স্যার এলেন প্রবেশপত্র চেক করার জন্য। বললেন, ‘অ্যাডমিট কার্ডটা দাও।’ টেনশনে বুঝতে না পেরে বললাম, স্যার মেমোরি কার্ড তো বাসায়, মোবাইলে।
মুশফিকুর মামুন
ফেসবুক বাণী
বোকার ফ্রেন্ডলিস্টে থাকার চেয়ে জ্ঞানীর ফলোয়ার হয়ে থাকা উত্তম!
লাইক বেশি পেলেই জ্ঞানী হওয়া যায় না।
লাইক বাটনটা একটা ভোট। যাকে-তাকে না দিয়ে বুঝে-শুনে দিন!
ফাইরুজ দ্বীপি
অলস
অলস মানুষ স্বীকার করতে চায় না যে সে অলস। আমার মনে হয়, তারা বিষয়টা স্বীকার করতেই অলসতা বোধ করে!
মাহমুদ সৌরভ
আলু স্যার
ফিজিকস ক্লাস। স্যার এসেই একজনকে দাঁড় করালেন, ‘বলো, আলুর ব্যাগ কত?’
আমরা তো একজন আরেকজনের দিকে তাকাচ্ছি। আলুর ব্যাগ আবার কোন বইয়ের কোন চ্যাপ্টারে আছে! স্যার রেগে আগুন। কেবল ‘আলু’ ‘আলু’ করে যাচ্ছেন। পরে বোঝা গেল, আলুর ব্যাগ মানে আলোর বেগ! সেই থেকে স্যারের নাম হয়ে গেল ‘আলু স্যার’। স্যারের ক্লাসগুলো এখন খুব মিস করি।
মাইশা সামিহা
টেনশন
পরীক্ষার হলে পরীক্ষা শুরুর আগে
দোস্ত, অনেক টেনশন হচ্ছে রে!
আরে টেনশন করিস না। আমরা সবাই তো আছি, আর তুই তো ম্যাথ খারাপ পারিস না।
হুর! পরীক্ষা নিয়া কেউ টেনশন করে! আমি বিছানার ওপর ফোনটা রেখে এসেছি। তার ওপর দরজা লক করিনি। আম্মার হাতে পড়লে খবর আছে!
সালেহ ইসলাম
লিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তে
পাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর পেজের মাধ্যমে আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।facebook.com/Rosh.Alo
বোঝার ভুল
এইচএসসি পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার প্রশ্ন দেখে টেনশনে সব ভুলে গিয়েছি। এমন সময় স্যার এলেন প্রবেশপত্র চেক করার জন্য। বললেন, ‘অ্যাডমিট কার্ডটা দাও।’ টেনশনে বুঝতে না পেরে বললাম, স্যার মেমোরি কার্ড তো বাসায়, মোবাইলে।
মুশফিকুর মামুন
ফেসবুক বাণী
বোকার ফ্রেন্ডলিস্টে থাকার চেয়ে জ্ঞানীর ফলোয়ার হয়ে থাকা উত্তম!
লাইক বেশি পেলেই জ্ঞানী হওয়া যায় না।
লাইক বাটনটা একটা ভোট। যাকে-তাকে না দিয়ে বুঝে-শুনে দিন!
ফাইরুজ দ্বীপি
অলস
অলস মানুষ স্বীকার করতে চায় না যে সে অলস। আমার মনে হয়, তারা বিষয়টা স্বীকার করতেই অলসতা বোধ করে!
মাহমুদ সৌরভ
আলু স্যার
ফিজিকস ক্লাস। স্যার এসেই একজনকে দাঁড় করালেন, ‘বলো, আলুর ব্যাগ কত?’
আমরা তো একজন আরেকজনের দিকে তাকাচ্ছি। আলুর ব্যাগ আবার কোন বইয়ের কোন চ্যাপ্টারে আছে! স্যার রেগে আগুন। কেবল ‘আলু’ ‘আলু’ করে যাচ্ছেন। পরে বোঝা গেল, আলুর ব্যাগ মানে আলোর বেগ! সেই থেকে স্যারের নাম হয়ে গেল ‘আলু স্যার’। স্যারের ক্লাসগুলো এখন খুব মিস করি।
মাইশা সামিহা
টেনশন
পরীক্ষার হলে পরীক্ষা শুরুর আগে
দোস্ত, অনেক টেনশন হচ্ছে রে!
আরে টেনশন করিস না। আমরা সবাই তো আছি, আর তুই তো ম্যাথ খারাপ পারিস না।
হুর! পরীক্ষা নিয়া কেউ টেনশন করে! আমি বিছানার ওপর ফোনটা রেখে এসেছি। তার ওপর দরজা লক করিনি। আম্মার হাতে পড়লে খবর আছে!
সালেহ ইসলাম
লিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তে
পাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর পেজের মাধ্যমে আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।facebook.com/Rosh.Alo
No comments