কাঠগড়ায় বেলজিয়ামের রাজা!
বেলজিয়ামের রাজা দ্বিতীয় আলবার্তোকে বাবা
দাবি করে আদালতে গেছেন দেলফিন বোয়েল (৪৫) নামের এক নারী। পেশায় চিত্রশিল্পী
বোয়েল আদালতের কাছে প্রিন্স ফিলিপ ও প্রিন্সেস অ্যাসট্রিদের ডিএনএ
পরীক্ষার নির্দেশনা চেয়ে আরজি জানিয়েছেন।
১৯৯৯ সালে প্রথম
বোয়েলের দাবির ব্যাপারটি জনসম্মুখে আসে। তবে রাজা দ্বিতীয় আলবার্তো (৭৯)
গোড়া থেকেই বোয়েলের পিতৃত্ব অস্বীকার করে আসছেন। গত বুধবার প্রকাশিত দেশটির
একটি সংবাদপত্রের জরিপে দেখা গেছে, বেলজিয়ামের ৮২ শতাংশ মানুষ বোয়েলের
দাবি সমর্থন করে। বোয়েলের মা ছিলেন সিবিলি দ্য সেলিস লংচ্যাম্পস নামের
ধনাঢ্য এক নারী। ১৯৫৮ সালে দোনা পাওলো রুফো দি ক্যালাব্রিয়াকে বিয়ে করেন
তৎকালীন প্রিন্স আলবার্তো। দোনা পাওলো ইতালির এক অভিজাত পরিবারের মেয়ে। তবে
বিবাহিত হওয়া সত্ত্বেও সিবিলির সঙ্গে আলবার্তো প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
ওই সময় সিবিলির গর্ভে জন্ম হয় বোয়েলের। বেলজিয়ামের রীতি অনুযায়ী, রাজাকে
আদালতে যেতে বাধ্য করা যায় না। ফলে বোয়েল আদালতের কাছে ফিলিপ ও
অ্যাসট্রিদের ডিএনএ পরীক্ষার নির্দেশ চেয়েছেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা
যাবে তাঁরা বোয়েলের ভাই-বোন কি না। ফিলিপ ও অ্যাসট্রিদকে আদালতে হাজিরের
হুকুম দেওয়ার বিষয়ে আগামী মঙ্গলবার শুনানি হতে পারে। সূত্র : টেলিগ্রাফ।
No comments