আস্থা ভোটে উতরে গেলেন নীতীশ

রত্যাশা মতোই গতকাল বুধবার আস্থা ভোটে জিতেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফলে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বাদ দিয়ে তাঁর নেতৃত্বাধীন জেডিইউয়ের (জনতা দল-সংযুক্ত) সরকার টিকে গেল।
২০১০ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল জেডিইউ।
আস্থা ভোটে নীতীশের পক্ষে ভোট পড়েছে ১২৬টি। বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ২৪ জন বিধায়ক। এ দলে রয়েছেন লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) ২২ ও স্বতন্ত্রের দুই বিধায়ক। বিজেপি ও লোক জনশক্তি পার্টির (এলজেপি) বিধায়করা ভোট বয়কট করেন। বিজেপির দখলে রয়েছে ৯১ আসন।
গত রবিবার আনুষ্ঠানিকভাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে বেরিয়ে যায় জেডিইউ। রাজ্যেও বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতীশ। একই সঙ্গে আস্থা ভোটের ডাক দেন তিনি। সে অনুযায়ী গতকাল আস্থা ভোটের আয়োজন করা হয়েছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস।



No comments

Powered by Blogger.