উনকে জড়িয়ে প্রতিবেদন, লেখককে হত্যার হুমকি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশ শাসনের
নির্দেশিকা হিসেবে এডলফ হিটলারের স্মৃতিকথা 'মেইন কাম্ফ' অনুসরণ করেন- এমন
খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া সরকার।
এ
প্রতিবেদনের লেখক ও প্রকাশের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হত্যার হুমকি দিয়েছে
উত্তর কোরিয়ার পুলিশ। নিউ ফোকাস ইন্টারন্যাশনাল নামের এক অনলাইনে গতকাল
বুধবার খবরটি প্রকাশের পরপরই এই প্রতিক্রিয়া জানায় তারা।
উত্তর কোরিয়ার সরকারবিরোধীদের সংবাদভিত্তিক ওয়েবসাইট নিউ ফোকাস ইন্টারন্যাশনালে গতকাল ওই প্রতিবেদনটি ছাপা হয়েছে। চীনে কর্মরত উত্তর কোরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উন তাঁর শীর্ষ কর্মকর্তাদের কাছে মেইন কাম্ফের অনুবাদ পাঠিয়েছেন। নেতৃত্বের দিকনির্দেশনামূলক বই হিসেবে তাদের এটি ভালো করে পড়ার নির্দেশ দিয়েছেন। গত জানুয়ারিতে নিজের জন্মদিন উপলক্ষে উন কর্মকর্তাদের কাছে বইগুলো পাঠান। সূত্র : এএফপি।
উত্তর কোরিয়ার সরকারবিরোধীদের সংবাদভিত্তিক ওয়েবসাইট নিউ ফোকাস ইন্টারন্যাশনালে গতকাল ওই প্রতিবেদনটি ছাপা হয়েছে। চীনে কর্মরত উত্তর কোরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উন তাঁর শীর্ষ কর্মকর্তাদের কাছে মেইন কাম্ফের অনুবাদ পাঠিয়েছেন। নেতৃত্বের দিকনির্দেশনামূলক বই হিসেবে তাদের এটি ভালো করে পড়ার নির্দেশ দিয়েছেন। গত জানুয়ারিতে নিজের জন্মদিন উপলক্ষে উন কর্মকর্তাদের কাছে বইগুলো পাঠান। সূত্র : এএফপি।
No comments