চট্টগ্রাম আ'লীগের সমাবেশ আজ
চট্টগ্রাম অফিস প্রতিবেশী দেশকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা প্রদানের সিদ্ধানত্ম অবিলম্বে বাসত্মবায়নের দাবিতে আজ সোমবার বিকেলে লালদীঘি মাঠে গণসমাবেশ করবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এ উপলৰে ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধানত্ম বাসত্মবায়নের লৰ্যে অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হবে এ সমাবেশ থেকে। চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দর উন্নয়নের চাবিকাঠি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী ওয়াদা পূরণে প্রতিশ্রম্নতিবদ্ধ। তারই আলোকে প্রতিবেশী দেশের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাৰর করে এসেছেন। যাঁরা এ চুক্তিকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন তাঁরা এক সময় ভারতীয় মাফিয়া চক্রকেই অবৈধ সুবিধা দিয়েছেন। তাঁরা পানি বণ্টন ব্যবস্থাপনা সংক্রানত্ম বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে ভুলে গিয়েছিলেন। আর যখন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য প্রতিবেশী দেশকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা প্রদানের বিষয়টি এসেছে তখন তাঁরা পাক হানাদার বাহিনীর প্রেতাত্মাদের মতো দেশ বিক্রির ধোঁয়া তুলছেন। তিনি সমাবেশ সফল করার আহ্বান জানান। এ উপলৰে শনিবার আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, এ্যাডভোকেট সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, আবদুস সালাম, সফিক হাসান, সৈয়দ মাহমুদুল হক, সফিকুল ইসলাম ফারম্নকসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
No comments