দেশের প্রথম স্মার্টফোন মেলা শুরু
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের ‘স্মার্টফোন এক্সপো-২০১৩’। স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে আয়োজিত দেশের প্রথম মেলা এটি। সবার জন্য উন্মুক্ত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে চলবে রাত আটটা পর্যন্ত।
মেলার আয়োজক অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘এক্সপো মেকার’। টেলিটক থ্রি-জি মেলার প্রধান পৃষ্ঠপোষক। স্মার্টফোন এক্সপোতে স্যামসাং, সিমফনি, আসুস ছাড়াও সব ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট এবং সংশ্লিষ্ট পণ্য পাওয়া যাবে। মেলায় স্মার্টফোন নিরাপত্তাবিষয়ক অভিজ্ঞতার জন্য ইন্টারনেট নিরাপত্তাপ্রতিষ্ঠান ক্যাসপারস্কির বিশেষ আয়োজন রয়েছে। মেলার সাতটি প্যাভিলিয়নে মোট ১৭টি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি অ্যাপ্লিকেশন নির্মাতারাও তাঁদের অ্যাপ্লিকেশন প্রদর্শন করবেন। মেলায় পণ্যের ওপর রয়েছে মূল্যছাড় আর উপহার।
No comments