বাবার দুশ্চিন্তায় শিশুর মানসিক সমস্যা
তিন বছর বয়সী শিশুর আচরণের সমস্যার কারণ মায়ের গর্ভাবস্থায় শিশুর বাবার দুশ্চিন্তা। নতুন এক গবেষণায় এই দাবি করেছেন নরওয়ের একদল গবেষক। তাঁদের গবেষণা নিবন্ধটি চিকিৎসা সাময়িকী পেডিয়ার্ডিক-এ প্রকাশিত হয়েছে।
এর আগে শিশুর আচরণে মায়ের প্রভাব ও গর্ভাবস্থায় বিভিন্ন কারণ নিয়ে গবেষণা হয়েছে। তবে এই প্রথম শিশুর সঙ্গে তাঁর বাবার সম্পর্ক নিয়ে গবেষণা করা হলো। নরওয়ের গবেষকেরা দেশটির প্রায় ৩১ হাজার শিশুর ওপর গবেষণা করেন। এই শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের বাবার মানসিক স্বাস্থ্যেরও তথ্য নেওয়া হয়। শিশুর মায়েদের গর্ভাবস্থার ১৭ বা ১৮ সপ্তাহে যেসব বাবা দুশ্চিন্তাগ্রস্ত বা মানসিক সমস্যায় ছিলেন তাদের ভূমিষ্ঠ সন্তানদের আচরণে এর প্রভাব দেখা গেছে। যেসব বাবা বেশি সমস্যায় ছিলেন তাঁদের সন্তানের আচরণে সমস্যা সবচেয়ে বেশি।গবেষকেরা আশা করেন, তাঁদের এই তথ্য ব্যবহার করে চিকিৎসকেরা শিশুস্বাস্থ্যের উন্নতির স্বার্থে মা-বাবাকে সঠিক নির্দেশনা ও পরামর্শ দিতে পারবেন। ফক্স নিউজ।
No comments