চার নদী তীরের অবৈধ স্থাপনা ৩০ দিনের মধ্যে ভাঙ্গার নির্দেশ
ঢাকার পাশর্্ববতর্ী চারটি নদী বুড়িগঙ্গা, শীতলৰ্যা, বালু ও তুরাগ-এর তীরবতর্ী অবৈধ স্থাপনাসমূহ ভাঙ্গা ও অপসারণের কাজ ৩০ দিনের মধ্যে শুরম্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বাদী পৰের কেঁৗসুলি এ্যাডভোকেট মনজিল মোরশেদ নদী তীরবতর্ী অবৈধ স্থাপনা ভাঙ্গা ও অপসারণের দরখাসত্ম দাখিল করলে শুনানি শেষে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি কামরম্নল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে দ্বৈত বেঞ্চ রবিবার এই আদেশ দেয়। আদালত বাদীদের প্রতি চারটি আদেশ প্রদান করে। প্রথমত : হাইকোর্টের আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে জরিপ অনুসারে ঢাকার চার নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলৰ্যার তীরবতর্ী অবৈধ স্থাপনা ভাঙ্গা ও অপসারণের কাজ শুরম্ন করতে হবে। দ্বিতীয়ত : প্রতি তিনমাস পরপর উপরোক্ত ভাঙ্গা ও অপসারণের কাজের অগ্রগতি রিপোর্ট সুপ্রীমকোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে আদালত দাখিল করতে হবে। তৃতীয়ত : ২০০৯ সালের ২৫ জুন বিচারপতি এটিএম খায়রম্নল হক এবং বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ-এর রায় অনুসারে সম্পূর্ণ অপসারণের কাজ চলতি বছরের ৩০ নবেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। চতুর্থত : ৩ মাস পর প্রথম প্রতিবেদন দাখিলের পর পরবতর্ী আদেশের জন্য আদালতে উপস্থাপন করতে হবে। বাদী পৰে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মনজিল মোরশেদ, সরকার পৰে ছিলেন ডিএজি রাজিক আল জলিল।
No comments