ধোনিকে দ্রাবিড়ের পরামর্শ
মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলের টি-টোয়েন্টি ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতের সাবেক এই অধিনায়কের বিশ্বাস, চাপ কমাতে ধোনির সামনে এর বিকল্প নেই। হিন্দুস্থান টাইমস এ খবর জানিয়েছে।
সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় দলের। ভালো যাচ্ছে না অধিনায়ক ধোনিরও। চারদিকে দাবি, ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হোক। কেউ বলছেন, টেস্টে ধোনির নেতৃত্ব কেড়ে নেওয়া হোক, কেউ আবার বলছেন, ক্রিকেটের কোনো ফরম্যাটেই তাঁকে নেতৃত্বে রাখা উচিত নয়। তবে রাহুল দ্রাবিড়ের মত, টেস্টে ধোনির নেতৃত্বের বিকল্প নেই। একটি ওয়েবসাইটে লেখা কলামে দ্রাবিড় লিখেছেন, ‘দুই অধিনায়ক রাখা নিয়ে কয়েক দিন ধরে প্রচুর কথাবার্তা হচ্ছে। ভারতীয় দলে এটা করলে মন্দ হয় না। তবে টেস্টের নেতৃত্বে ধোনিকেই রাখতে হবে। টেস্টে ওর বিকল্প নেই।’দ্রাবিড় লেখেন, ‘ধোনিকে এটা স্বীকার করতে হবে যে ওর পক্ষে সব ধরনের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া বা সব ম্যাচে অংশ নেওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রিকেটে সীমাহীন চাপ। এটা ওকে স্থবির করে দিচ্ছে। এ অবস্থায় অন্যের সহায়তা নিতেই হবে ধোনিকে।’
ধোনিকে চাপ কমানোর সহজ পথও বাতলে দিয়েছেন দ্রাবিড়, ‘ধোনি খুব সহজেই টি-টোয়েন্টি ও চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়তে পারে। এই দুটির নেতৃত্ব ছাড়লে ধোনি নতুন উদ্যমে ভারতীয় দলে অবদান রাখতে পারবে। “অগুরুত্বপূর্ণ” ওয়ানডে ম্যাচগুলোতে অংশ নেওয়া থেকে বিরত থাকলে বড় প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করার বাড়তি সময় পাবে ধোনি।’ দ্রাবিড়ের মতে, ধোনি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লে বিরাট কোহলির কাঁধে দায়িত্ব দেওয়া যেতে পারে।
No comments