বাদামি চোখে বিশ্বাস?
ইউরোপে বাদামি চোখের পুরুষকে বিশ্বস্ত বা নির্ভরযোগ্য মনে করা হয়। তবে চেক প্রজাতন্ত্রের একদল গবেষক বলছেন, বাদামি চোখ নয় বরং বাদামি চোখের পুরুষের মুখের গঠনের কারণে তাদের নির্ভরযোগ্য মনে করা হয়।
গবেষণা নিবন্ধটি বিজ্ঞান সাময়িকী পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ান-এ প্রকাশিত হয়েছে। প্রাগ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে বাদামি ও নীল চোখের মানুষের ছবির ওপরে গবেষণাটি করেন। তাঁরা প্রথমে একদলকে নীল ও বাদামি চোখের কিছু পুরুষের ছবি দেখান। দলটি বাদামি চোখের মানুষকে নির্ভরযোগ্য বলেন। এবার গবেষকেরা ছবিগুলোর চোখের রং পরিবর্তন করে নীল করে দেন। অপর একটি দলকে এই ছবিগুলো দেখতে দেওয়া হয়। তারাও পরিবর্তিত ওই ছবিগুলোকেই নির্দেশ করে। এ থেকে গবেষকেরা বলেন, বাদামি চোখ নয় বরং বাদামি চোখের পুরুষের গোলাকার মুখাবয়, বড় চোখ, মুখ, চওড়া থুতনি ও লাগানো ভুরুর কারণে বেশি পুরুষালি ও নির্ভরযোগ্য মনে হয়। একই সঙ্গে গবেষকেরা নারীদের ওপর গবেষণা করেও একই ফলাফল পান। টেলিগ্রাফ।
No comments