'সিংহাসনে বসার সময় পেরিয়ে যাচ্ছে'
সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে দীর্ঘ অপেক্ষায় থাকা ব্রিটিশ যুবরাজ চার্লস প্রথমবারের মতো তাঁর 'অধৈর্য' প্রকাশ করেছেন। আগের যেকোনো সময়ের চেয়ে এখন সিংহাসনে বসতে তিনি বেশি আগ্রহী_এমন ইঙ্গিত দিয়ে চার্লস বলেন, সময় শেষ হয়ে যাচ্ছে।
গত শনিবার পূর্ব আয়ারশায়ারের ডামফ্রিজ হাউস পরিদর্শনের সময় চার্লস এ কথা বলেন।ব্রিটেনের ইতিহাসে যুবরাজ চার্লসই একমাত্র উত্তরাধিকারী, যাঁকে সবচেয়ে বেশি সময় ৬০ বছর সিংহাসনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথ এখন সিংহাসনে। চার্লস বলেন, 'অধৈর্য? আমি? আমাকে কী করতে বলেন? হ্যাঁ, অবশ্যই (আমি অধৈর্য)। আমার সময় খুব দ্রুত শেষ হয়ে আসছে।' সূত্র : টেলিগ্রাফ।
No comments