সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যাবে না টিটিপি
পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে দেশটির নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের স্বররাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের এক বিবৃতির জবাবে সংগঠনটি গতকাল সোমবার তাদের এ মত জানায়।
রেহমান মালিককে বিদেশি এজেন্ট হিসেবে অভিযোগ করে টিটিপির মুখপাত্র এহসানউল্লাহ এহসান জানান, তালিবানদের ক্ষমা করার ব্যাপারে বিদেশি এজেন্ট কোনো ভরসা হতে পারে না। তিনি বলেন, পাকিস্তান একটি ইসলামী রাষ্ট্র। অথচ ধর্মনিরপেক্ষ একটি বিদেশি শক্তিবাহিনী এ দেশ শাসন করছে। তাই যে ইসলামী শরিয়াহ আইনের ওপর পাকিস্তানের ভিত্তি নির্মিত, তা অর্জিত না হওয়া পর্যন্ত টিটিপি যুদ্ধ চালিয়ে যাবে।
বোমায় নিহত সাত : গত রবিবার পাকিস্তানের দেরা ইসমাইল খান শহরে বোমা হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছে। অশুরা উপলক্ষে বের করা মিছিলে ওই হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে টিটিপি। সূত্র : ডন।
বোমায় নিহত সাত : গত রবিবার পাকিস্তানের দেরা ইসমাইল খান শহরে বোমা হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছে। অশুরা উপলক্ষে বের করা মিছিলে ওই হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে টিটিপি। সূত্র : ডন।
No comments