বাংলাদেশ-মিয়ানমার দু'দিনের বৈঠক চট্টগ্রামে শুরম্ন- সমুদ্রসীমা নিয়ে বিরোধ

চট্টগ্রাম অফিস সমুদ্রসীমা নির্ধারণে বাংলাদেশ-মিয়ানমারের উচ্চ পর্যায়ের দু'দিনব্যাপী বৈঠক শুক্রবার সকালে চট্টগ্রামে শুরম্ন হয়েছে। আগ্রাবাদ হোটেলে সকাল সাড়ে ৯টায় শুরম্ন হওয়া এ বৈঠক চলে বিকেল পর্যনত্ম। প্রথম দিনের আলোচনা শেষে আজ শনিবার সমাপনী দিনের আলোচনায় ফলপ্রসু অগ্রগতি হতে পারে বলে আশা করছেন পররাষ্ট্র


মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা। জাতিসংঘে সমুদ্রসীমা নিয়ে উভয় পৰের উত্থাপিত অভিযোগের পর নিস্পত্তির প্রথম ধাপে চট্টগ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
দুদিনব্যাপী শুরম্ন হওয়া বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়ার এডমিরাল (অব) খুরশিদ আলম। প্রথম দিনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, কীভাবে সমুদ্রসীমা ইসু্যটি সমাধান করা যায় সেটাই আলোচনার মূল বিষয়। তবে বৈঠক সমাপ্ত না হওয়া পর্যনত্ম মনত্মব্য করা কঠিন। তবে সমাধানের ব্যাপারে উভয় পৰ শুরম্ন থেকেই আশাবাদী। আলোচনায় সীমানা নির্ধারণে পদ্ধতিগত বিষয়টি প্রাধান্য পাচ্ছে। এখনও পর্যনত্ম উভয় দেশ নিজ নিজ স্বার্থ সংরৰণের জন্য যুক্তি প্রদান করছে। বাংলাদেশ ইকু্যইটির ভিত্তিতে, মিয়ানমার ইকো ডিসটেন্সের ভিত্তিতে সীমানা নির্ধারণ চায়। মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেদেশের উপর পররাষ্ট্রমন্ত্রী ইউ মং মিন্ট। তিনি বলেন, বাংলাদেশকে আমরা বড় সহযোগী মনে করি। এ পর্যনত্ম আলোচনায় আমরা সন্তুষ্ট। উভয় পৰ আশা করছে আলোচনার মাধ্যমে সমুদ্রসীমা ইসু্যর সমাধানের পর বের হবে।

No comments

Powered by Blogger.