সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে দুর্র্ঘটনায় নিহত শ্রমিক জলিল মন্ডলের পরিবারকে দুই লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান গত ৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে তেজগাঁওয়ের কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়া ফাউন্ডেশন এবং সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব
ট্রাস্টিজের চেয়ারম্যান ও কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল করিম নিহতের পরিবারকে ২,০০,০০০ টাকার চেক হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ফাউন্ডেশন ও সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এ্যাডভোকেট নিয়াজ আহমেদ, ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপউপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব) মোঃ আলী আম্বিয়াল হক খান, ইউনিভার্সিটির অর্থ ও হিসাব নিয়ন্ত্রক এস.এম. জহির উদ্দিন হায়দার, বোর্ড অব ট্রাস্টিজের অফিস সেক্রেটারি মোঃ আব্দুর রহমান, ইন্টারনাল অডিটর ইকতেদার রহমান, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মেজর (অব) মোহাম্মদ আশরাফুল আলম, সিনিয়র সহকারী সেক্রেটারি তারিক-আল জলিল, তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মোঃ ফারুক ভূঁইয়াসহ ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, গত ১৭ জুলাই ২০১২ তারিখে সাউথইস্ট ইউনিভার্সিটির তেজগাঁও স্থায়ী ক্যাম্পাসে কর্মরত থাকাবস্থায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে জলিল ম-ল (২২) মৃত্যুবরণ করেন। তিনি নওগাঁও জেলার চররাজবল্লব গ্রামের কার্তিক ম-লের ছেলে।
ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
No comments