কাবুলে ন্যাটো ঘাঁটির সামনে আত্মঘাতী হামলা, নিহত ৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো বাহিনীর প্রধান কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানান। গতকাল শনিবার সকালে চালানো এ হামলায় ন্যাটোর কোনো সেনা নিহত হয়নি বলে জানিয়েছে ন্যাটো। তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সাদিকি বলেন, 'আজ (শনিবার) এক আত্মঘাতী হামলায় ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।' এক পুলিশ কর্মকর্তাও হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, মোটরসাইকেল আরোহী এক কিশোর আত্মঘাতী হামলাকারী ঘাঁটির প্রধান ফটকের কাছে এসে বোমার বিস্ফোরণ ঘটায়। কাবুলে অবস্থিত ক্যাম্প এগারস নামে পরিচিত এই ঘাঁটিতে প্রায় দুই হাজার ৫০০ বিদেশি সেনা মোতায়েন রয়েছে। বিস্ফোরণস্থলের অদূরেই যুক্তরাষ্ট্র ও ইতালির দূতাবাস। প্রেসিডেন্ট হামিদ কারাজাইয়ের বাসভবনও এর কাছেই অবস্থিত।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন। কাবুলের কূটনৈতিক এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর একটি দপ্তর এ হামলার প্রাথমিক লক্ষ্য ছিল বলে জানান তিনি। তিনি দাবি করেন, তাঁদের হামলায় বহু বিদেশি নিহত হয়েছে। তবে এর সংখ্যা জানাতে পারেননি তিনি।
সাবেক তালেবানবিরোধী কমান্ডার আহমেদ শাহ মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে কাবুলে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো। সোভিয়েতবিরোধী যোদ্ধা ও তালেবানবিরোধী অন্যতম শীর্ষ কমান্ডার আহমেদ শাহ মাসুদকে আল-কায়েদার আত্মঘাতী হামলাকারীরা ২০০১ সালের ৯ সেপ্টেম্বর হত্যা করে। সূত্র : এএফপি।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন। কাবুলের কূটনৈতিক এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর একটি দপ্তর এ হামলার প্রাথমিক লক্ষ্য ছিল বলে জানান তিনি। তিনি দাবি করেন, তাঁদের হামলায় বহু বিদেশি নিহত হয়েছে। তবে এর সংখ্যা জানাতে পারেননি তিনি।
সাবেক তালেবানবিরোধী কমান্ডার আহমেদ শাহ মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে কাবুলে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো। সোভিয়েতবিরোধী যোদ্ধা ও তালেবানবিরোধী অন্যতম শীর্ষ কমান্ডার আহমেদ শাহ মাসুদকে আল-কায়েদার আত্মঘাতী হামলাকারীরা ২০০১ সালের ৯ সেপ্টেম্বর হত্যা করে। সূত্র : এএফপি।
No comments