মিয়ানমারে প্রথম নারী পূর্ণমন্ত্রী
প্রথমবারের মতো একজন নারীকে পূর্ণমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছে মিয়ানমার সরকার। তিনি পেশায় একজন চিকিৎসক। মিয়ানমারের প্রেসিডেন্টের ওয়েবসাইটের বরাত দিয়ে সংবাদমাধ্যম গত শুক্রবার এ কথা জানায়।
প্রেসিডেন্ট থেইন সেইনের দাপ্তরিক ওয়েবসাইটে বলা হয়, চিকিৎসক মিয়াত মিয়াত ওহন খিনকে সমাজকল্যাণ,
প্রেসিডেন্ট থেইন সেইনের দাপ্তরিক ওয়েবসাইটে বলা হয়, চিকিৎসক মিয়াত মিয়াত ওহন খিনকে সমাজকল্যাণ,
ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মাসে মন্ত্রিসভা পুনর্গঠনের পর কয়েকটি পদ শূন্য হয়। নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে খিন অন্যতম। মন্ত্রিসভায় উপমন্ত্রী পদে নারীরা থাকলেও এই প্রথম কোনো নারীকে পূর্ণমন্ত্রীর পদ দেওয়া হলো।
নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে চারজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এই নিয়ে দেশটির ৩৬ সদস্যের মন্ত্রিসভায় বেসামরিক ব্যক্তির সংখ্যা এক-চতুর্থাংশ হলো। সূত্র : এপি, মন্ট্রিল গেজেট।
নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে চারজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এই নিয়ে দেশটির ৩৬ সদস্যের মন্ত্রিসভায় বেসামরিক ব্যক্তির সংখ্যা এক-চতুর্থাংশ হলো। সূত্র : এপি, মন্ট্রিল গেজেট।
No comments